প্রলোভন দিয়ে এক যুবতীকে পালিয়ে বিয়ে করার অভিসন্ধি ভেস্তে দিল শিলচর পুলিশ
প্রলোভন দিয়ে এক যুবতীকে পালিয়ে বিয়ে করার অভিসন্ধি ভেস্তে দিল শিলচর পুলিশ
Also read in English
প্রলোভনে পালিয়ে বিয়ে করার চেষ্টা করায় এক যুবতী উদ্ধার করে শিলচর পুলিশ। এই গতি করে গত সপ্তাহের শুক্রবার নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে প্রতারণা হলের অভিযুক্ত আজিম লস্কর।
অভিযুক্ত এ যুবক আজিম লস্কর নিজেকে একজন ধনীর মালিক বলে ধারণা করে সম্পত্তির মালিক হিসেবে নামাজ শেষ করে ফিরতে গিয়ে উপরোক্ত প্রলোভন দিয়ে যুবতীকে বিয়ের চেষ্টা করে। পরিবারের লোকেরা প্রতারণা হলের পর রাঙ্গিড়খারী পুলিশে অভিযোগ জানান।
সেইসময় প্রতারণা হলের বিশাল আকারের বিরুদ্ধে নিউ লাইফ ফাউন্ডেশনের সাহায্য নিতে গিয়ে যুবতী নিয়ে মেঘালয়ে নিরাপত্তার অপেক্ষায় পুলিশ। তারপর পুলিশ যুবতীকে পুলিশ উদ্ধার করে শিলচরে নিয়ে আসে।
এদিকে অভিযুক্ত আজিম লস্কর প্রতারিত করার আসল ঘটনা বিস্তারিত জানান নির্দিষ্ট সাংবাদিক বৈঠকে। তারা অভিযুক্ত যুবক ও প্রতারণার বিষয়ে জানতে চান।
এই প্রতারণা ঘটনা তে সাংবাদিকদের কাছে সত্ত্বাধিকারী কমরুল ইসলাম লস্কর অবহিত করেন, যিনি অভিযুক্ত আজিম লস্করের কাছে প্রাণে মারার হুমকি জানান।
আপনার প্রতিক্রিয়া কি?