প্রায় ১৫দিন পর আস্তে আস্তে সচল হচ্ছে লামডিং -বদরপুর পাহাড়ি রেল পথ
প্রায় ১৫দিন পর আস্তে আস্তে সচল হচ্ছে লামডিং -বদরপুর পাহাড়ি রেল পথ
Also read in English
জাটিঙ্গা লামপুর থেকে নিউ হারেঙ্গাজাউ স্টেশনের মাঝামাঝি ধস পরে বিধ্বস্ত হয়েছিল প্রায় ১০০মিটার এলাকা l
শনিবার একাধিক পণ্যবাহী ট্রেন ও ডিজেল ভর্তি ট্রেন আগরতলার উদ্যেশ্যে যেতে দেখা গেছে l
তার সঙ্গে দিনের বেলা দূর দূরান্তের যাত্রীবাহি ট্রেন চলাচল ও অব্যাহত রয়েছে l
১০কিলোমিটার গতিবেগে চলাচল করছে ট্রেন গুলি l
কিন্তু গুয়াহাটি -শিলচর পেসেঞ্জার ট্রেন ,গুয়াহাটি -বদরপুর এক্সপ্রেস ও গুয়াহাটি -দুর্লভচরে লোকাল ট্রেন গুলি এখন অবধি চালু না হওয়ায় পার্শবর্তী রাজ্যগুলি যেমন ত্রিপুরা ,মিজোরাম ও মনিপুর রাজ্যের জনগণ অধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে জানাগেছে l
আপনার প্রতিক্রিয়া কি?