রজত জয়ন্তিতে পশ্চিম কচুধরমে দূর্গা পূজার থিম বিষ্ণুর দশ অবতার। ব্যবহার করা হচ্ছে সুবিশাল পুকুর, রাম-রাবনের যুদ্ধ হবে আকাশে
রজত জয়ন্তিতে পশ্চিম কচুধরমে দূর্গা পূজার থিম বিষ্ণুর দশ অবতার। ব্যবহার করা হচ্ছে সুবিশাল পুকুর, রাম-রাবনের যুদ্ধ হবে আকাশে l
Also Read in English
Reported by: Ajit Das
সুবিশাল প্রাসাদের থাম ভেঙ্গে নরসিংহ রূপে বের হয়েছেন বিষ্ণু। ভক্ত প্রহ্লাদ এর প্রার্থনা ও আর্তনাদে নরসিংহ অবতার হয়ে স্বয়ং বিষ্ণু অসুর রাজা হিরণ্যকসিপুর বুক চিরে রক্ত পান করছেন। অপরদিকে, রাম অবতার হয়ে স্বয়ং বিষ্ণুই একের পর এক আকাশ কাপানো বাণ মেরে খান খান করছেন লঙ্কাধিপতি রাবনকে। এভাবে বিষ্ণুর দশটি অবতার ফুটিয়ে তুলে এবারের দুর্গাপূজায় বাজিমাত করতে মরিয়া পশ্চিম কচুদরম দুর্গা পূজা কমিটি।
শিলচর শহরের অদূরে পশ্চিম কচুধরম দুর্গাপূজা কমিটির এবার রজতজয়ন্তী বর্ষ। প্রতিবারই পূজো হয় থিমভিত্তিক। জন্ম লগ্ন থেকেই এই পূজা কমিটি রামায়ণ-মহাভারত সহ পুরানে বর্ণিত হিন্দু দেব-দেবীদের লীলা উপস্থাপন করে দর্শনাতিদের নজর কেড়েছে। রজতজয়ন্তী বর্ষে একই ধারা বজায় রাখা হলেও প্রথমবারের মতো বিষ্ণুর দশ অবতারকে থিম করে পুজো আয়োজন করছে পশ্চিম কচুধরম দুর্গাপূজা কমিটি। বিষ্ণুর দশ অবতারকে সঠিকভাবে উপস্থাপন করতে 35টি মূর্তি তৈরি করা হচ্ছে। পুরাণ মতে নরসিংহ অবতার, রাম অবতার, মৎস্য অবতার, বরাহ অবতার, পরশুরাম অবতার, ব্রাহ্মণ অবতার, কৃষ্ণ অবতার, বুদ্ধ অবতার, কল্কি অবতার ও কুর্ম অবতার বিভিন্ন দৃশ্যের মাধ্যমে ফুটিয়ে তুলতে মরিয়া পূজা কমিটি।
This Durga Puja Pandal at Motinagar's West Kachudaram Showcases Ten Avatars of Vishnu in its Silver Jubilee Celebration. pic.twitter.com/rUPFQ5zXAZ — Gaurav Das (@96_Starlord) October 19, 2023
বিষ্ণুর দ্বিতীয় অবতার কূর্ম সহ মৎস্য অবতার এবং বরাহ অবতারের দৃশ্য ফুটিয়ে তুলতে সুবিশাল পুকুর ব্যবহার করা হবে। রাম রাবণের আকাশ কাপানো যুদ্ধের দৃশ্য তুলে ধরা হবে সমতল থেকে অন্তত ১৫ মিটার উঁচুতে। মূর্তিগুলো তৈরি করা হচ্ছে কাবুগঞ্জে। প্রতিটি মূর্তির উচ্চতা ৮ থেকে ১০ ফুট। মৃৎশিল্পী সুবোধ সিনহা তার দল নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন। পুরাণের প্রতিটি দৃশ্য তুলে ধরার পাশাপাশি থাকছে আলোকসজ্জা এবং সাউন্ড। প্রতিটি দৃশ্যগুলো ব্যাকগ্রাউন্ড সাউন্ড এর মাধ্যমে সারাংশ বুঝিয়ে দেওয়া হবে। বিষ্ণুর দশটি অবতারের মধ্যে কংস বধের পর্বটিও বাদ যাচ্ছে না।
আপনার প্রতিক্রিয়া কি?