অসম সরকারের পক্ষ থেকে লাচিত সেনা সংগঠনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জোরালো দাবী তুলে সরব হল আকসা।
অসম সরকারের পক্ষ থেকে লাচিত সেনা সংগঠনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জোরালো দাবী তুলে সরব হল আকসা।
Read in English
শুক্রবার এক সাংবাদিক সম্মেলন ডেকে লাচিত সেনার বাংলা ব্যানার ছেড়ার তীব্র নিন্দা জানিয়ে রাজ্যে অসমীয়া বাঙ্গালিদের মধ্যে সংঘাতের চক্রান্ত রোধে মূখ্যমন্ত্রির হস্তক্ষেপ কামনা করেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ ।
অন্যতায় অস্তিত্ব রক্ষায় মাঠে নামতে বাধ্য হবে আকসা ছাত্র সংঘটন, বলে সাফ জানান তিনি l
এদিন লাচিত সেনা ও আসু দুটি সংগঠনের উগ্র কার্যকলাপের তীব্র সমালোচনা করে বীর লাচিতের নামের অপব্যবহার করছে বলে মত ব্যক্ত করেন রূপম নন্দী পুরকায়স্থ ।
এদিনের সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইদুল রহমান, বিশ্ব দেব, সুকোমল দাস, আফসনা সদিয়াল প্রমুখ।
আপনার প্রতিক্রিয়া কি?