আইপিএল ম্যাচ আয়োজনে প্রস্তুত এ সি এ, কলকাতা ম্যাচে উপস্থিত থাকতে পারেন বলিউডের বাদশাহ
আইপিএল ম্যাচ আয়োজনে প্রস্তুত এ সি এ, কলকাতা ম্যাচে উপস্থিত থাকতে পারেন বলিউডের বাদশাহ
Also read in English
১২ মে: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আই পি এল) দুটি ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুতি চূড়ান্ত অসম ক্রিকেট সংস্থার (এ সি এ)। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়াম আইপিএল ফ্রাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের দ্বিতীয় হোম গ্রাউন্ড। গত কয়েকটি সিজন থেকেই সঞ্জু স্যামসনরা গুয়াহাটিতে একটি অথবা দুটি ম্যাচ হোম ম্যাচ খেলছেন।
এবারও রাজস্থান দল বর্ষাপাড়ায় তাদের দুটি হোম ম্যাচ খেলবে। আগামী ১৫ ই মে পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে খেলবে রাজস্থান। দ্বিতীয় ম্যাচটি ১৯মে। প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।
পঞ্জাব ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ কিছুটা কম। তবে কলকাতা ম্যাচ ঘিরে ফ্যানদের আগ্রহ তুঙ্গে। এর একাধিক কারণও রয়েছে।
চলতি আইপিএলের প্রথম দল হিসেবে প্লে অফে কোয়ালিফাই করে নিয়েছে কলকাতা। টুর্নামেন্টে বেশ ছন্দে রয়েছে তারা।
এবছর আইপিএলের লিগ স্তরের শেষ ম্যাচটাই হবে রাজস্থান বনাম কলকাতার। শোনা যাচ্ছে, ১৯ মে বর্ষাপাড়ায় থাকতে পারেন বলিউডের বাদশাহ শাহরুখ খান ও।
যদিও এখন পর্যন্ত এ নিয়ে অফিসিয়াল কোন খবর নেই এ সি এ কর্মকর্তাদের কাছে। পাঞ্জাব ম্যাচে উপস্থিত থাকার কথা রয়েছে প্রীতি জিনতার ও। তবে এটাও নিশ্চিত করে কেউ বলতে পারছেন না।
গত কয়েকটা সিজন থেকেই বর্ষাপাড়ায় নিজেদের হোম ম্যাচ খেলছে রাজস্থান। তবে এবার একাধিক কারণে বিষয়টা একটু অন্য মাত্রা পেয়েছে। সবচেয়ে বড় কারণ হচ্ছে রিয়ান পরাগের দুর্দান্ত পারফরমেন্স।
অসম সন্তান রিয়ান এবছর ঘরোয়া ক্রিকেটের সব ফর্মাটেই অসাধারণ পারফরম্যান্স করেছেন।
রেকর্ডের পর রেকর্ড করেছেন। তাই এবার রিয়ানকে ঘিরে দারুন উৎসাহ রয়েছে এ রাজ্যের ক্রিকেটপ্রেমীদের। সবাই ঘরের ছেলেকে ঘরের মাঠে বসেই উৎসাহ দিতে চান। তাছাড়া কলকাতার দলেও তারকার ছড়াছড়ি।
আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শ্রেয়স আয়ার এবং মিচেল স্টার্কদের দেখতে মুখে রয়েছেন এ রাজ্যের ক্রিকেটপ্রেমীরা। আরো একটা বিষয় হচ্ছে রাজস্থান কিন্তু এখনো প্লে অফ এর জন্য কোয়ালিফাই করতে পারেননি।
তাছাড়া প্লে-অফের ছাড়পত্র আদায় করে নিলেও লিগের শেষ দুটি ম্যাচ অর্থাৎ পঞ্জাব ও কলকাতা ম্যাচ কিন্তু সঞ্জু স্যামসনদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ।
এই দুটি ম্যাচ জিততে পারলে শীর্ষস্থানে লীগ শেষ করবে রাজস্থান। সেক্ষেত্রে ফাইনালে যাওয়ার জন্য দুটি সুযোগ পাবে তারা। তখন তারা খেলবে কোয়ালিফায়ার ওয়ান এবং কোয়ালিফায়ার টুতে।
এ সি এ সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই কলকাতা ম্যাচের ৮০% টিকিট বিক্রি হয়ে গেছে। যেগুলো বাকি রয়েছে তার মধ্যে রয়েছে পাঁচ হাজার এবং ১০ হাজার টাকার টিকিট।
সে তুলনায় পঞ্জাব ম্যাচের টিকিট অনেকটাই রয়ে গেছে। এখন পর্যন্ত ৬০% টিকিট বিক্রি হয়েছে পঞ্জাব ম্যাচের। তবে এসিএ কর্মকর্তারা আশাবাদী আগামী দুদিন পঞ্জাব ম্যাচের বাকি টিকেটগুলো বিক্রি হয়ে যাবে।
এদিকে, আইপিএলের দুটি ম্যাচ আয়োজন নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক সেরে নিয়েছেন এ সি এর শীর্ষ কর্মকর্তারা। ম্যাচের দিন ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে সবকিছুর একটা রোডম্যাপ তৈরি করা হয়ে গেছে।
আপনার প্রতিক্রিয়া কি?