আসাম বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভুল!! অর্থনীতি প্রশ্নপত্র যথাযথ বিকল্প না থাকায় পরীক্ষা স্থগিত

আসাম বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভুলের জন্য অর্থনীতির পরীক্ষার প্রশ্নপত্রে যথাযথ বিকল্প না থাকাতে সম্ভাব্য পরীক্ষায় স্থগিতাদেশ ঘোষণা করা হয়।

অক্টোবর 6, 2021 - 21:30
 0
আসাম বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভুল!!  অর্থনীতি প্রশ্নপত্র যথাযথ বিকল্প না থাকায় পরীক্ষা স্থগিত
assam university

ঘটনাটির জন্য আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দায়ী করা হচ্ছে কিছুদিন পূর্বের আর‌‌‌‌ও একটি ঘটনা যা একটি উপদ্রবের আকার ধারণ করে পরীক্ষায় যথাসময়ে প্রশ্নপত্র তৈরি না করাতে ঝামেলায় পড়তে হয়।

এবারে আসাম বিশ্ববিদ্যালয়ের গাফিলতিতে অর্থনীতি প্রশ্নপত্র সঠিক সময়ে ছাপা না হওয়ার কারণে পরীক্ষাটি স্থগিত হয়েছে। আমাদের সংবাদ মাধ্যমে জানা যায় যে অর্থনীতি বিষয়ে তিনটি  ইলেকটিভ পেপার  ছিল।  আর অধিকাংশ ছাত্রছাত্রীর ইকোনমিক পলিসি এন্ড ডেভলপমেন্ট অফ ইন্ডিয়া এই বিষয়টিকেই তাদের বিষয়ভিত্তিক নির্দিষ্ট ইলেকটিভ পেপার (ডিএসই) হিসেবে গ্রহণ করে। বিষয়টির আলোকপাত করে আমাদের সংবাদমাধ্যমকে  জিসি কলেজের ছাত্র জানায় যে "তাদের রুটিন অনুযায়ী আমরা পরীক্ষা গৃহে প্রবেশ করি এবং নির্দিষ্ট স্থানে বসি। শুধুমাত্র কয়েকজন শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য কর্মচারী ইনভিজিলেটর হিসেবে নিযুক্ত ছিলেন তার সঙ্গে তাদের সহায়তায় ওই সময় উপস্থিত ছিলেন। তারা আমাদেরকে প্রশ্নপত্র গুলো দিয়ে দেন এবং আমরা লক্ষ্য করি যে তিনটি বিভাগ (এ,বি,সি) তার মধ্যে ছিল। দুর্ভাগ্যবশত তিনটি বিভাগ আসলে ম্যাচ করেনি আসাম বিশ্ববিদ্যালয় দ্বারা নির্মিত সিলেবাস এবং পরীক্ষার  প্রশ্নপত্রের কোন মিল পাওয়া যায়নি। আমরা সাথে সাথে এই বিষয়ে ইনভিজিলেটরএর সাথে আলোচনা করি এবং সমস্ত গন্ডগোল সম্পর্কে জানাই। সমস্ত সন্দেহ দূর করার জন্য ডিসি কলেজের একজন শিক্ষক আসাম ইউনিভার্সিটি সাথে যোগাযোগ করেন। সমস্ত ঘটনা জানার পর আসাম বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্তে উপনীত হয় যেতারা এই বিষয়ের প্রশ্নপত্রনির্মাণে তারা বিফল হয়েছে এবং পরীক্ষার স্থগিতাদেশ দিয়ে দেয় এবং এ পরীক্ষাটি আগামী ৯ই অক্টোবর পুনরায় অনুষ্ঠিত হবে।"

 এই বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক সুপ্রবীর দত্তরায় কে জানানোর চেষ্টা করা হলে তার কোনো সুরাহা পাওয়া যায়নি তার নম্বর নেটওয়ার্ক সীমার বাইরে ছিল।

আপনার প্রতিক্রিয়া কি?

like

dislike

love

funny

angry

sad

wow