কাটিগড়ায় হিটস্ট্রোকের শিকার স্কুল পড়ুয়া
কাটিগড়ায় হিটস্ট্রোকের শিকার স্কুল পড়ুয়া
গত কয়েক দিনের মতো গোটা রাজ্যে শুক্রবারও ছিল প্রচণ্ড গরম। আর এতে কাটিগড়ায় ফের ঘটেছে হিটস্ট্রোকের ঘটনা। এবার গরমের ফলে অসুস্থ হলেন কয়েকজন ছাত্রী। সেখানকার মডেল হাসপাতালে এক ছাত্রীকে ভর্তি করানো হয়েছে।চলছে চিকিৎসা।
ক'দিন থেকেই প্রচণ্ড গরমে পুড়ছে পুরো রাজ্য।যার ফলে স্বাভাবিক জীবনযাপন কার্যত ব্যহত হয়ে পড়েছে।
প্রচণ্ড গরমের ফলে অসুস্থ হয়ে বৃহস্পতিবার কালাইনে এক ব্যক্তির মৃত্যু হয় বলে খবর।ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হিটস্ট্রোকের মতো ঘটনা ঘটে গেল কাটিগড়ায়।এবার এক স্কুলে ঘটেছে এমন ঘটনা।
হিটস্ট্রোকের শিকার এক ছাত্রী বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।প্রাপ্ত খবর মতে,প্রতিদিনের মতো এদিনও যথারীতি স্কুলের পঠনপাঠন শুরু হয়।কিন্তু দুপুরের দিকে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন ছাত্রী।
এরমধ্যে দশম শ্রেণির এক ছাত্রী অজ্ঞান হয়ে পড়লে তাঁকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে এদিন রাজ্যের কোন কোন স্থানে অল্পবিস্তর বৃষ্টি হওয়ায় উৎকট গরমের প্রকোপ কিছুটা কম অনুভব হয়েছে।
বরাক উপত্যকার কিছু কিছু স্থানে এদিন সকালে কিছুটা বৃষ্টি হয়েছে।তবে পরিমাণটা ছিল একেবারেই কম।ফলে গরমের প্রকোপ কমেনি।আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকলেও দুপুরের দিকে প্রচণ্ড গরম ছিল।
যদিও শনিবার সকাল থেকে বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। ফলে গত কদিনের টানা উৎকট এই গরম থেকে মিলেছে কিছুটা স্বস্তি!
আপনার প্রতিক্রিয়া কি?