জেল থেকে পালিয়ে রেহাই নয়, শাস্তি আরও ভয়ংকর : আসামের ছাত্রনেতা অনিমেষ ভূঞা হত্যাকাণ্ড

যোরহাটে আসামের ছাত্রনেতা অনিমেষ ভূঞা হত্যা কাণ্ডের প্রধান অভিযুক্ত নীরজ দাস ওরফে কালো গুন্ডার গতকাল রাতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

ডিসেম্বর 1, 2021 - 15:25
 0
জেল থেকে পালিয়ে রেহাই নয়, শাস্তি আরও ভয়ংকর : আসামের ছাত্রনেতা অনিমেষ ভূঞা হত্যাকাণ্ড

জেল থেকে পালানোর চেষ্টার পরিণতি মৃত্যু! এমনটাই জানিয়েছে আসাম পুলিশ ।যোরহাটে আসামের ছাত্রনেতা অনিমেষ ভূঞা হত্যা কাণ্ডের প্রধান অভিযুক্ত নীরজ দাস ওরফে কালো গুন্ডার গতকাল রাতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। পুলিশ হেফাজত থেকে পালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে আসামী নিরজ দাস ।

যোরহাট সদর থানার অফিসার ইনচার্জ, সিদানন্দ বরা মিডিয়াকে জানিয়েছেন যে নীরজ মাদক ব্যবসায়ী এবং নির্দিষ্ট অবস্থানের তথ্য দিতে রাজি হয়েছিল।

গত রাত ১.৩০  ঘটিকার সময় মাদক ব্যবসায়ীদের শনাক্ত করতে তাকে নিয়ে যাওয়া হলে নীরজ দাস পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। তবে পুলিশের দ্বিতীয় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। যোরহাট-মরিয়ানি রোডের সিন্নামারায় দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় তিনজন পুলিশ কর্মী আহত হয়েছেন। সকলকে যোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়,  সেখানে আংশিক পরীক্ষার পর কালো গুন্ডাকে মৃত ঘোষিত করা হয়।

আপনার প্রতিক্রিয়া কি?

like

dislike

love

funny

angry

sad

wow