৭ বছরের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগকে ঘিরে তীব্র উত্তেজনা কাটিগড়ায়।
Also read in English
ফের একবার জঘন্যতম অপরাধ সংঘটিত হয়েছে কাছাড় জেলার কাটিগড়ায়।
মাত্র সাত বছরের এক শিশু কন্যাকে অপকর্মের দায়ে পুলেশ হেফাজতে রয়েছে ত্রিপুরা রাজ্যের আমতলি থানা এলাকার বাসিন্দা ৪৮বছর বয়সের জীতেন্দ্র সুত্রধর।
কাট মিস্ত্রীর পেসার সুবাদে সে দীর্ঘদিন থেকে কাটিগড়ার কাতিরাইল এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকছিল অভিযুক্ত জিতেন্দ্র সূত্রধর।
Shocking molestation incident shakes Kathigorah: Man sexually assults seven-year-old girl, arrested.
.
.
.#molestation #sexualharasment #kathigorah #Cachar #Silchar #BarakValley #explorevalley #ev #explorevalleynews #explorevalleyofficial pic.twitter.com/tQQIRA7n0M — Gaurav Das (@96_Starlord) November 20, 2023
তার পাশের ঘরেই মাত্র আট দিন হলো মাতৃহারা হয়েছে শিশু কন্যাটি।
সেই শিশু কন্যাটিকে ফুসলিয়ে নিয়ে নিয়ে সে কুকর্ম করে বলে অভিযোগ।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করলে ও এই জঘন্যতম ঘটনায় ক্ষোভের আগুন জ্বলে উঠেছে গোটা কাটিগড়া এলাকা।
ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা বিরাজ করছে গোটা কাটিগড়া জোরে।
আপনার প্রতিক্রিয়া কি?